ঢাকাই চলচ্চিত্রে একটা সময় দারুণ কদর ছিল চিত্রনায়ক রুবেলের। পার করতেন ব্যস্ত সময়। সময়টুকু পেছনে ফেলে এলেও অভিনয় করছেন এখনও। ৩৫ বছরের ক্যারিয়ারে রুবেল অভিনীত ছবির সংখ্যা প্রায় ২৩০।
রুবেল জানালেন চমকপ্রদ এক তথ্য। বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে ঈদের বিশেষ শো রেকর্ড করতে গিয়ে এই তথ্য জানান। তা ছড়িয়ে পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
রুবেল বলেন, ২৩০ টি ছবি করতে গিয়ে আমি অভিনয় করেছি ৯৭ জন নায়িকার বিপরীতে। আর ৩ জনের সাথে জুটি বাঁধলে গিনেস রেকর্ডের জন্য আবেদন করব। বিশ্বে আর কোনো নায়ক ১০০ জন আলাদা হিরোইনের সাথে জুটি বাঁধেননি।
অভিনয়ে আসার আগে প্লেব্যাক সিঙ্গার হিসেবে অভিষেক হয় তার। কথা ছিল কাজী হায়াৎ পরিচালিত মান্নার কালজয়ী ছবি আম্মাজানে অভিনয় করার। চুক্তিবদ্ধ হলেও শেষ মূহুর্তে বিশেষ কারণে নিজেকে সরিয়ে নেন কারাতে-তে জাতীয় পুরষ্কারপ্রাপ্ত এই অ্যাকশন হিরো।
নজরুল সঙ্গীত ও শাস্ত্রীয় সংগীতে তালিম নেওয়া রুবেল বাংলাদেশের চলচ্চিত্রের অ্যাকশনের নতুন ধারা নিয়ে আসেন। কারাতের নানান মুদ্রায় ফাইটিংয়ের মাধ্যমে অল্প দিনে জনপ্রিয় হয়ে ওঠেন দর্শক মহলে।