মঙ্গলবার রাতে স্পোর্টিংকে ২-০ গোলে পরাজিত করেছে আর্নেস্টো ভালভার্দের দল। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের শেষ ম্যাচ ছিল বার্সেলোনার।
প্রথমার্ধে লিওনেল মেসিকে বেঞ্চে বসিয়ে মাঠে নামে বার্সেলোনা। গোলশূন্য প্রথমার্ধের পর খেলার ৫৯তম মিনিটে প্যাকো আলকাসেরের গোলে এগিয়ে যায় বার্সেলোনা।
প্রথম গোলের পর বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামলেও গোলের দেখা পাননি মেসি। তবে যোগ করা সময়ে বার্সেলোনার সাবেক খেলোয়াড় জেরেমি ম্যাথিউর আত্মঘাতী গোলে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা।
‘ডি’ গ্রুপের অপর ম্যাচে গ্রিসের মাঠে অলিম্পিয়াকোসকে ২-০ গোলে পরাজিত করেছে জুভেন্টাস। বার্সেলোনা গ্রুপ চ্যাম্পিয়ন এবং জুভেন্টাস রানার্সআপ দল হিসেবে শেষ ষোলোতে জায়গা করে নেয়।