তানভীর শাহরিয়ার রিমন
ফিরিঙ্গিরা ২০০ বছর ভোগ কইরা ভারতবর্ষ থেকে চম্পট দেয়ার সময় ইন্ডিয়া পাকিস্তানরে লাগাই দিয়া গ্যাছে । এই দুশমনি এখনো চলতেছে ।যুদ্ধ, ব্লাড সেড, হেট্রেড বন্ধ হওয়ার নাম নাই । ওদের কমোডিটি একটাই-হেট্রেড-ঘৃণা ! ওইটা চড়া দামে বিক্রী হয় ।ঘৃণা বাড়লে বিভাজন বাড়ে । যত বিভাজন তত লাভ !
দেখেন, ফিরিঙ্গিদের নতুন প্রজন্ম-মেরিকা আফগানরে ২০ বছর চুইষা তল্পিতল্পা সহ ভাগার সময় আইএসএর সাথে লাগাই দিয়া গ্যাছে । চলুক যুদ্ধ ! অস্ত্র ব্যবসা তো চলতে হইব, নাকী ! আমি শিওর, ওগো অস্ত্রের গায়ে লেখা দেখবেন, মেইড ইন মেরিকা !!!
আমরা ভোদাই, কবে যে বুঝমু, “পৃথিবীটা ঘৃণার নয়, ভালোবাসার !”
মনে হয়, কেয়ামত আইসা যাইব, আমাদের ওই বুঝ আর হইবনা । মানে ওরা হইতে দিবনা । ‘রুল এন্ড ডিভাইড’ থিউরিটা যতটা না রাজনৈতিক তারচেয়ে বেশি ব্যবসায়িক ।
বুঝেনাই মনে হয়, ওই যে কইলাম ঘৃণার ব্যবসা , ওইটাই !
লেখকের ফেসবুক থেকে