ঘোষিত হলো বাংলাদেশ দল

0

ঘোষিত হলো বহুল আকাঙ্খিত সিরিজের স্কোয়াড। বাংলাদেশের স্কোয়াডে নেই তামিম, মুশফিক ও লিটন; এটি জানা সবার। এই তিন তারকাকে ছাড়া লড়তে হবে গোটা সিরিজে।

স্কোয়াড নিয়ে দুশ্চিন্তা ছিল বাংলার ক্রিকেটপ্রেমীরদের। সাকিব, সৌম্য ও মুস্তাফিজের ইনজুরি ভাবিয়ে তুলেছিল সবাইকে। তবে রোববার মধ্যরাতে স্কোয়াড ঘোষণা করে বিসিবি। নেই চমক।

মাহমুদউল্লাহ রিয়াদকে অধিনায়ক করে ১৭ সদস্যের দল ঘোষণা করা হয়। জিম্বাবুয়ে সফরের দলটিই মূলত রাখা হয়েছে।

বাংলাদেশ স্কোয়াড:
মাহমুদউল্লাহ (অধিনায়ক), সাকিব আল হাসান, নাঈম শেখ, সৌম্য সরকার, আফিফ হোসেন, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, রুবেল হোসেন, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম।

পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি আগামীকাল সন্ধ্যা ছয়টায়, মিরপুরের হোম অব ক্রিকেটে।