চতুর্থ টি-টোয়েন্টি আজ

0

সিরিজ জয় শেষ। লক্ষ্য এবার হোয়াইটওয়াশ। মিরপুরের হোম অব ক্রিকেটে আজ বাংলাদেশ নামছে চার শূন্যতে এগিয়ে যেতে। বিপক্ষ অস্ট্রেলিয়া। যাদের বিপক্ষে প্রথম তিন টি-টোয়েন্টিতে জিতেছে টিম টাইগার।

ফুরফুরে মেজাজে আছে বাংলাদেশ। হারানোর কিছু নেই আর। এখন কেবল সামনে এগিয়ে যাওয়া। অপরদিকে টানা তিন ম্যাচ হেরে ছন্নছাড়া অস্ট্রেলিয়া। খোয়া গেছে সিরিজও। বাকি দুই ম্যাচ জিতে মান বাঁচাতে চায় অজিরা।

সিরিজ জিতলেও ওপেনিংয়ের দূর্দশা ভোগাচ্ছে বাংলাদেশকে। একাদশে আসতে পারে পরিবর্তন। সৌম্যের জায়গায় নামতে পারেন মোহাম্মদ মিথুন। মিডল অর্ডারে শামীম পাটোয়ারীর পরিবর্তে দেখা যেতে পারে মোসাদ্দেককে।

মিশন হোয়াইটওয়াশের আরেকটি শো দেখতে উন্মুখ ভক্তরা। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি শুরু হবে সন্ধ্যা ছয়টায়। সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে স্বাগতিক বাংলাদেশ।