ভারত থেকে এ বছর সর্বোচ্চ সংখ্যক মুসল্লি হজে যাচ্ছেন।এ বছর ১ লাখ ৭৫ হাজার ২৫ জন ভারতীয় হজে যাবেন। ভারতের কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন বিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নকভি এ কথা জানিয়েছেন।
যদিও সম্প্রতি ভারতের কেন্দ্রীয় সরকার হজ যাত্রায় ভর্তুকি প্রত্যাহার করেছে। কিন্তু তা সত্ত্বেও হজ যাত্রায় মুসল্লি সংখ্যা রেকর্ড পরিমানে বৃদ্ধি পেয়েছে।
নকভি জানান, এ বছর হজের জন্য মোট ৩ লাখ ৫৫ হাজার ৬০৪টি আবেদনপত্র জমা পড়েছে। তার মাঝে পুরুষ আবেদনকারী ছিলেন ১ লাখ ৮৯ হাজার ২১৭ জন এবং নারী আবেদনকারী ছিলেন ১ লাখ ৬৬ হাজার ৩৮৭ জন। ১ লাখ ৭৫ হাজার ২৫ জন হজ যাত্রার অনুমোদন পেয়েছেন।
তিনি বলেন, এই প্রথমবার নারীরা মেহরাম বা পুরুষসঙ্গী ছাড়াই হজ যাত্রায় অংশ নিতে যাচ্ছেন। এবার হজ যাত্রায় নারীদের সংখ্যাও অনেক বেড়েছে।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস