চলে গেলেন অভিনেতা মাইকেল কে. উইলিয়ামস

0
চলে গেলেন অভিনেতা মাইকেল কে. উইলিয়ামস

৫ বার এমির আসরে মনোনয়ন পাওয়া মার্কিন অভিনেতা মাইকেল কে. উইলিয়ামস আর নেই। ৫৪ বছর বয়সে উইলিয়ামকে মৃত অবস্থায় পাওয়া যায় বলে জানিয়েছেন নিউ ইয়র্ক পুলিশ বিভাগের প্রতিনিধি। তবে এখনো জানা যায়নি মৃত্যুর কারণ।

উল্লেখ্য, এইচবিওর সিরিজে নিয়মিত মুখ ছিলেন উইলিয়াম। কাজ করেছিলেন এইচবিওর ‘দ্য আয়ার’, ‘বোর্ডওয়াক’ ‘এম্পায়ার’, ‘দ্য নাইট অপ’ ও ‘লাভক্রাফ্ট কান্ট্রি’তে।