চলে গেলেন নাট্যনির্মাতা সাজ্জাদ সনি

0
চলে গেলেন নাট্যনির্মাতা সাজ্জাদ সনি

চলে গেলেন তরুণ নির্মাতা, সাবেক ছাত্রনেতা, ডিরেক্টরস গিল্ডের দুই দুইবারের সফল অর্থ সম্পাদক সাজ্জাদ সনি। ৩৭ বছর বয়সে শনিবার (১৪ আগস্ট) দিবাগত রাতে মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

সাজ্জাদ সনির মৃত্যুতে নাট্য অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করছেন সকলেই। তার অকাল প্রয়াণে শোকাহত ডিরেক্টরস গিল্ড জানিয়েছে, আজ রবিবার সকাল ১১টা ৩০ মিনিটে শ্রদ্ধা নিবেদনের জন্য সনির মরদেহ শিল্পকলা একাডেমিতে রাখা হবে। তারপর বেলা ১২ টায় মরহুমের প্রথম জানাজা এবং তার নিজ এলাকায় নিকুঞ্জ ২ -এ কেন্দ্রীয় জামে মসজিদে বাদ যোহর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বনানী কবর স্থানে দাফন করা হবে।