চাঁদের মাটিতে নারী মহাকাশচারী পাঠাচ্ছে আমিরাত

0
চাঁদের মাটিতে নারী মহাকাশচারী পাঠাচ্ছে আমিরাত

একসময় মহাকাশ গবেষণায় যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার ব্যতীত অন্য দেশের অংশগ্রহণ ছিলো না। পরে গবেষণায় মন দিয়েছে ইউরোপের অনেক দেশ। বর্তমানে দ্রুতগতিতে এগিয়ে আসছে চীন। ভারতও এগিয়ে চলছে মহাকাশ যাত্রায়। কিন্তু তেলসমৃদ্ধ আরবের দেশগুলোকে খুব একটা মাথা ঘামাতে দেখাতে যায়নি এ ব্যাপারে।

তবে এবার বড় একটি পদক্ষেপ নিতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। তারা ঘোষণা দিয়েছে চাঁদে মানুষ পাঠাবে। এর চাইতেও বড় খবর হলো, সংযুক্ত আরব আমিরাতের হয়ে যে দুই জনের চাঁদের মাটিতে পা দিবেন তাদের একজন নারী।

প্রায় আরবের দেশগুলোতে নারীদের ওপর এখনও অনেক রকমের বিধিনিষেধ বর্তমান রয়েছে। এর মধ্যে নারীদের এগিয়ে নিতে সংযুক্ত আরব আমিরাতের এই নতুন পদক্ষেপ। এ কারণে এবার চাঁদের যাত্রায় একজন নারী রাখার সিদ্ধান্ত তাদের। যে দু’জনকে চাঁদে যাওয়ার জন্য নির্বাচন করেছে, তাদের মধ্যে একজন ৩২ বছর বয়সি মোহম্মদ আলমুল্লা। অন্যজন ২৮ বছরের নোরা আলমাত্রুশি।

এদিকে, চাঁদে যাওয়ার ছোটবেলার স্বপ্ন পূরণ হওয়ায় খুশিতে উল্লাসিত নোরা আলমাত্রুশি। বিশেষজ্ঞদের মতে, সংযুক্ত আরব আমিরাতে নারীদের প্রতি দৃষ্টিভঙ্গি বদলের জন্য আদর্শ হয়ে উঠতে পারেন নোরা।