টানা ভারি বর্ষণের কারণে চিলির দক্ষিণাঞ্চলে সৃষ্ট ভূমিধসে অন্তত পাঁচজন নিহত ও ১৫ জন নিখোঁজ রয়েছেন। এ ছাড়া বহু বাড়িঘর মাটির নিচে চাপা পড়েছে। শনিবার ভোরে দেশটির প্রত্যন্ত গ্রাম ভিলা সান্তা লুসিয়ায় এ ঘটনা ঘটে।
ওই এলাকায় টানা ভারি বর্ষণে ভূমিধসের পর অবস্থানরত কয়েক হাজার মানুষ আটকা পড়েছেন। আটকে পড়া লোকজনকে হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধারকাজ চলছে। বিদ্যুৎ না থাকায় পুরো দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে এলাকাটি।
নিহতদের মধ্যে চারজন চিলির নাগরিক ও একজন পর্যটক বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ঘটনার পর ওই এলাকায় জরুরি অবস্থা জারি করেছেন চিলির প্রেসিডেন্ট মিশেল বাশেলেত।
সূত্র : বিবিসি