চীনকে মোকাবেলায় এইবার চীনা ভাষা শিখছে ভারতীয় সেনারা

0
চীন

ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে ভারত-চীন ম্পর্ক। বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে দেশ দু’টির মধ্যে চলছে বাকযুদ্ধ আর ভয়ঙ্করসব মহড়া। আর তারই জের ধরে চীনকে মোকাবেলা করতে এবার চীনা ভাষা শিখছে ভারতের সৈন্যরা। আর তাতে বেশ সতর্ক অবস্থানেই আছে চীন। এই চীনা ভাষাজ্ঞান ভারতীয় সেনাদের অনেকক্ষেত্রে সুবিধা পাইয়ে দেবে বলে মনে করছেন চীনের নিরাপত্তা বিশেষজ্ঞরা।
চীন
এর আগে ফেব্রুয়ারিতে জানা গিয়েছিল, ২৫ জন ভারতীয় সেনাকে চীনা ভাষা শেখানোর জন্য পাঠানো হয়েছে। মধ্য প্রদেশের রাইয়েন জেলায় সাঁচি ইউনিভার্সিটি অফ বুদ্ধিস্ট ইন্ডিক স্টাডিজে সেনাদের চীনা ভাষার শিক্ষা দেওয়া হচ্ছে। ভারতীয় সেনারা চীনা ভাষা শিখলে সীমান্তে ভুল বোঝাবুঝি এড়ানো যাবে বলে মনে করছে ভারত।

কিন্তু বিষয়টিকে এতটা হালকাভাবে নিতে নারাজ চীন। ভুল বোঝাবুঝি এড়ানো যাওয়ার কথা অস্বীকার করছে না তারা। কিন্তু সেই সঙ্গে এও বলছে, যুদ্ধের সময় চীনা ভাষা শেখার ফলে ভারতীয় সেনারা সুবিধা ভোগ করবে। চীনাদের রণনীতি বুঝে ফেলাও অসম্ভব নয়।

এ ব্যাপারে সাংহাই অ্যাকাডেমি অফ সোশ্যাল সায়েন্সের আন্তর্জাতিক সম্পর্কের গবেষক হু জিনইয়ং বলেছেন, “শান্তি ও সমঝোতার ক্ষেত্রে এই ভাষাজ্ঞানের জন্য কথোপকথনে সুবিধা হবে। কিন্তু যুদ্ধক্ষেত্রে এই ভাষাজ্ঞানই একটি অস্ত্র।” তিনি আরও বলেছেন, ভারতকার্যকর এবং টার্গেট করে কৌশল তৈরি করছে। যুদ্ধের সময় চীনা শত্রুরা কী ভাবছে, তা তারা সহজেই বুঝতে পারবে।

এদিকে মিলিটারি এক্সপার্ট সং জোংপিং আরও একধাপ এগিয়ে বলেছেন, সীমান্ত এলাকার পরিস্থিতি হাতে রাখতে পারবে ভারত। শুধুমাত্র চীনা ভাষা শেখার জন্যই এই সুবিধা তারা পাবে। চীনা ভাষাজ্ঞান থাকার জন্য যুদ্ধ তো বটেই, পরিস্থিতি ঠান্ডা থাকলেও ভারত চীনাদের কতাবার্তা বুঝতে পারবে। ফলে পরিস্থিতির আঁচ পাবে তারা।

অনেক বিশেষজ্ঞ আবার চীনা চীনাদের হিন্দি ভাষা শেখার পরামর্শ দিয়েছেন।