দুই দিনের সফরে সশস্ত্র গোষ্ঠী তালেবানের ৯ সদস্যের একটি প্রতিনিধিদল চীনে অবস্থান করছে। সম্প্রতি তাদের সাথে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে এক বৈঠক অনুষ্ঠিত হয়। শান্তিপ্রক্রিয়া ও নিরাপত্তা–সংক্রান্ত বিষয় নিয়ে আয়োজিত হওয়া এই বৈঠক চীন ও তালেবানের সম্পর্ক উন্নয়নে কাজে লাগবে বলে জানিয়েছে তালেবান। বুধবার তালেবানের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক পোস্টে তালেবানের মুখপাত্র মুহাম্মদ নাইম বলেন, চীনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে করা এই বৈঠকে আফগানিস্তানের বর্তমান অবস্থা, শান্তিপ্রক্রিয়া এবং দুই দেশের রাজনীতি, অর্থনীতি ও নিরাপত্তা–সংক্রান্ত বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
তিয়ানজিন শহরে অনুষ্ঠিত হওয়া এ আলোচনা সভায় তালেবান প্রতিনিধিদলের নেতৃত্ব দেন তালেবান মধ্যস্থতাকারী ও এর উপনেতা মোল্লা বারাদার আখুন্দ। পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও দলটি আলোচনা করেছে আফগানিস্তানবিষয়ক চীনের বিশেষ দূতের সঙ্গে।
চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তালেবান প্রতিনিধিদলের চীনের উত্তরাঞ্চলের তিয়ানজিন শহরে দেখা করার বিষয়টি নিশ্চিত করেছেন বেইজিংয়ের এক সরকারি মুখপাত্র।