চুরি হয়েছে রেহানা মরিয়ম নূর

0

পাইরেসির কবলে পড়লো বছরের আলোচিত ও প্রশংসিত সিনেমা রেহানা মরিয়ম নূর। করতালি আর অভিবাদনে সিনে জগতের মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসবে প্রশংসা পেয়েছিল বাংলাদেশি সিনেমা রেহানা মরিয়ম নূর। কানের ওয়ার্ল্ড প্রিমিয়ারে সিনেমার প্রদর্শনী দাগ কাটে নানা প্রান্ত থেকে আসা চলচ্চিত্রবোদ্ধাদের মনে।

দুঃখের বিষয়ে, সাড়া জাগানো সিনেমাটিকেও পড়তে হলো পাইরেসির কবলে। আব্দুল্লাহ মোহাম্মদ সাদের পরিচালনা ও আজমেরী হক বাঁধনের অভিনয়ে ব্যাপক আগ্রহের জন্ম দেওয়া সিনেমাটি ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। গুগল ড্রাইভ, ফেসবুক আর নানা প্লাটফর্মে অল্প সময়ের মধ্যে ছড়িয়ে গেছে এটি।

চুরির বিষয়টি জেনেছেন সিনেমা সংশ্লিষ্টরা। পুলিশের সাইবার ক্রাইম বিভাগের কাছে অভিযোগ দিয়েছেন তারা। এ ব্যাপারে অভিনেত্রী বাঁধন জানান, পাইরেটের লিংকটা পেয়ে আমরা বুঝতে পেরেছি এটি চুরি হয়েছে। আমরা দ্রুত আইনি পদক্ষেপ নিচ্ছি।

পুলিশের সাইবার ক্রাইম বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, সিনেমাটি চুরি করে ছড়িয়ে দেওয়াদের শনাক্ত করতে মাঠে নেমেছেন তারা। এর সাথে জড়িতদের শিগগির আইনের আওতায় আনা হবে এবং যথোপযুক্ত শাস্তি প্রদান করা হবে।