চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে ওঠার ব্যাপারে আশাবাদী পিএসজি কোচ

0
পিএসজি

রিয়াল মাদ্রিদের বিপক্ষে শেষ ষোলোর প্রথম লেগে হেরে পিছিয়ে পড়েছে পিএসজি। তবে ঘরের মাঠে প্রয়োজনীয় ব্যবধানে জিতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে ওঠার ব্যাপারে আশাবাদী দলটির কোচ উনাই এমেরি। গত বুধবার রাতে সান্তিয়াগো বের্নাবেউয়ে রিয়ালের কাছে ৩-১ গোলে হারে পিএসজি। আদ্রিওঁ রাবিওর গোলে এগিয়ে গিয়েছিল ফরাসি ক্লাবটি। কিন্তু ক্রিস্তিয়ানো রোনালদোর জোড়া গোল আর মার্সেলোর লক্ষ্যভেদে শেষ পর্যন্ত হারে লিগ ওয়ানের দলটি।
পিএসজি
মূল্যবান একটি অ্যাওয়ে গোল থাকায় আগামী ৬ মার্চে ফিরতি লেগে ২-০ গোলে জিতলেই শেষ আটে উঠবে উনাই এমেরির দল।

শনিবার লিগ ওয়ানে স্ত্রাসবুরের বিপক্ষে মাঠ নামবে পিএসজি। ওই ম্যাচের আগে শুক্রবার সংবাদ সম্মেলনে ইউরোপ সেরার প্রতিযোগিতায় ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশা প্রকাশ করেন এমেরি।
“আমার দলের কোনো ভুল? দল ভালো একটি ম্যাচ খেলেছে, ফুটবল এমনই। আমরা এমন ফল চাইনি। কিন্তু মাঠে খেলা আমি ওরকমই চেয়েছিলাম।”

“আমি খুবই আত্মবিশ্বাসী যে আমরা কোয়ালিফাই করতে পারব। গোল করতে আরও দক্ষতার প্রয়োজন হবে। আমার কোচিং? এই বিষয়গুলো নিয়ে আমরা মৌসুমের আগে কাজ করেছি। এটা আরও ভালো হতে পারতো।“

“ম্যাচে আমাদের নিয়ন্ত্রণ ছিল। এটা ফুটবল। এটা প্রতিযোগিতা। তারা হয়তো ক্ষুব্ধ; কিন্তু তারা সতীর্থদের সম্মান করে। আমি নিশ্চিত, আমরা পরের রাউন্ডে যাব, আরেকটি ম্যাচ বাকি আছে। আমি সব দায় নিচ্ছি।”