চ্যাম্পিয়ন্স লীগে গ্রুপ ডি’র ম্যাচে বার্সেলোনার প্রতিপক্ষ ইয়ুভেন্তুস। সি গ্রুপ ম্যাচে এথেলেটিকো মাদ্রিদ মোকাবেলা করবে এএস রোমার। চ্যাম্পিয়ন্স লীগ থেকে এক প্রকার ছিটকে গেছে দিয়েগো সিমিয়নের দল। একের পর এক হারে চার ম্যাচে তাদের অর্জন মাত্র ২ পয়েন্ট। তবে এই ম্যাচে যদি জয় পায় এ. মাদ্রিদ এবং কারাবাগের সাথে হেরে যায় চেলসি, তবে শেষ ম্যাচে চেলসিকে হারাতে পারলে শেষ ষোলোতে যেতে পারবে আন্তেনিও গ্রিজম্যান, ফার্নান্দো তরেসের দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌণে দুইটায়।
এদিকে বেশ সুবিধাজনক অবস্থান থেকে মাঠে নামবে বার্সেলোনা। ডি গ্রুপের চার ম্যাচে তিন জয় এবং এক ড্রয়ে বার্সার পয়েন্ট ১০। সমান ম্যাচে ইয়ুভেন্তুসের পয়েন্ট ৭। আজকে যদি বার্সা জিতে যায় এবং অলিম্পিয়াকোসকে হারিয়ে দেয় স্পোর্টিং সিপি, তাহলে বেশ বিপদে পড়ে যাবে তুরিনের ওল্ড লেডিরা।
তাই বলা যায় লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, স্যামুয়েল উমতিতি, মার্ক-আন্দ্রে টার স্টেগেনদের বিপক্ষে জয়ের লক্ষ্যেই লড়বে পাওলো ডিবালা, হিগুয়েন, চেল্লিনি, বুফনরা। এই ম্যাচ জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে চলে যাবে বার্সা। আর পরের ম্যাচে অলিম্পিয়াকোসকে হারাতে হবে তখন ইয়ুভেন্তুসকে শেষ ষোলতে যেতে চাইলে। এই ম্যাচটিও শুরু হবে রাত পৌণে দুইটায়।
Sabbir Akib