চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে বিদায় করলো জার্মানি

0
চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে বিদায় করলো জার্মানি

ফুটবলে আর্জেন্টিনার কাছে জার্মানি এক বিভীষিকার নাম। দুঃস্বপ্নেও জার্মানদের শাপ শাপান্ত করে আর্জেন্টাইনরা। তারা কি জানতো, হকিতেও সেই জার্মান অস্ত্রেই কাটবে তাদের পা!

অলিম্পিক হকির ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ২০১৬ সালে রিওতে ব্রাজিলের মাটি থেকে স্বর্ণ বাগিয়ে আনে লাতিন দেশটি। স্বর্ণ ধরে রাখার মিশনে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত ঠিকঠাক আসে আকাশী-নীলরা।

কিন্তু কোয়ার্টার ফাইনালেই থামতে হলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে। থামিয়ে দিয়েছে জার্মানি। জার্মানদের সামনে দাঁড়াতেই পারেনি তারা। জার্মানির কাছে ৩-১ গোলে হেরে অলিম্পিক হকিতে নিশ্চিত হলো আর্জেন্টিনার বিদায়।

পদকের লড়াইয়ে একধাপ এগিয়ে সেমি ফাইনালে উঠে গেল জার্মানি। সাথে নিশ্চিত হলো এবার অলিম্পিকে ছেলেদের হকি ইভেন্ট নতুন চ্যাম্পিয়ন দেখতে যাচ্ছে গ্রেটেস্ট শো অন আর্থ।