বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফাইনালে ঢাকা ডায়নামাইটসকে উড়িয়ে শিরোপা জয় করে রংপুর রাইডার্স। গতকাল মঙ্গলবার রাতে ঢাকাকে ৫৭ রানে হারিয়ে শিরোপা উৎসবে মেতে ওঠে মাশরাফি বিন মুর্তজার দল।
পঞ্চম আসরে এটি ছিল মাশরাফির চতুর্থ ফাইনাল। বিস্ময়করভাবে প্রতিবারই শিরোপার হাসে হাসেন ম্যাশ। টুর্নামেন্টের প্রথম দুই আসরে ঢাকার এবং তৃতীয় আসরে কুমিল্লার অধিনায়ক হিসেবে শিরোপা জিতেছিলেন মাশরাফি।
রংপুর রাইডার্সের শিরোপার আনন্দ আরো বাড়িয়ে দিচ্ছে টুর্নামেন্টের প্রাইজমানি। প্রথমবারের মতো বিপিএলের শিরোপা জেতা রংপুর প্রাইজমানি হিসেবে পাচ্ছে ২ কোটি টাকা।
মাশরাফির পাশাপাশি ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালাম ও লাসিথ মালিঙ্গার মতো তারকা খেলোয়াড়ররা রংপুরের জার্সিতে মাঠ মাতান। প্রাইজমানি হিসেবে ২ কোটি টাকা পাওয়ায় সেটি রংপুরকে আর্থিকভাবে বেশ সহায়তা করবে।