জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে ১৯ রুশ নারীর যাবজ্জীবন কারাদণ্ড

0
রুশ নারী

জঙ্গিগোষ্ঠী দায়েসের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ১৯ রুশ নারীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ইরাকের একটি আদালত। জঙ্গিগোষ্ঠী আইএসসহ সন্ত্রাসী গোষ্ঠীগুলোতে যোগদানের অপরাধে ইরাক আরও বেশ কয়েকজন নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে।

গত রোববার বাগদাদের কেন্দ্রীয় ফৌজদারি আদালত এই রায় দেন। ওই সময় ছয় আলজেরিয় ও চার তাজিকিস্তানের নারীকেও যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এদিকে আদালতের আদেশের বিরুদ্ধে তারা আপিল করতে পারবেন বলে জানা গেছে।

বিচার শুরু হওয়ার পরই ওই নারীরা আদালত প্রাঙ্গনে প্রবেশ করে। ওই সময় তাদের বেশিরভাগ নারীর সঙ্গেই তাদের সন্তান ছিল বলে জানা গেছে। উল্লেখ্য, দায়েস গোষ্ঠী ২০১৪ সালে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মসুলসহ এক তৃতীয়াংশ দখল করে নেয়। তবে গত বছরের ডিসেম্বরে বাগদাদের সেনাবাহিনী জানায়, তাদেরকে ওই জায়গা থেকে হটিয়ে দেওয়া হয়েছে।

ওই অভিযানের পরই সেনাবাহিনী দায়েস গোষ্ঠীর ৫৬০ নারীকে বন্দি করে। ওই সময় তাদের সঙ্গে থাকা ৬০০ শিশুকেও বন্দি করে তারা। তবে বিচারচলাকালে নারীরা জানিয়েছে, তাদেরকে জোর করে ইরাকে আনা হয়েছে।