জবিতে সরস্বতীপূজা উদ্যাপন

0
জবিতে সরস্বতীপূজা

সনাতন ধর্মমতে,শ্বেতশুভ্র রাজহংসের পিঠে চড়ে জ্ঞানের আলো ছড়াতে পৃথিবীতে আসেন বিদ্যাদেবী সরস্বতী। দেবীর আগমন উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা পূজামন্ডপে দেবীর প্রতিমা স্থাপন করে আরধনা করেন। গতকাল সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় পূজা কমিটির উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সরস্বতী পূজা উদযাপন করা হয়।
জবিতে সরস্বতীপূজা
এবার পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ (আই.ই.আর, জবি)-সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মোট ৩৪টি পূজামন্ডপে পূজা অনুষ্ঠিত হয়।
জানা যায়,পূজামন্ডপে সকাল ৯টার দিকে শুরু বাণী অর্চনা। এরপর ভক্তরা দেবীকে পুষ্পাঞ্জলি দেন। এসময় ভক্তদের মাঝে অঞ্জলী ও প্রসাদ বিতরণ করা হয়। দুুপুর ১২ টার দিকে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান পূজা মন্ডপসমূহ পরিদর্শন করেন। পূজা মন্ডপ পরিদর্শন শেষে উপাচার্য মহোদয়ের সভাকক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে,পূজা উপলক্ষে সমাজকর্ম বিভাগের উদ্যোগে দরিদ্র শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ট্রেজারার অধ্যাপক মোঃ সেলিম ভূঁইয়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় পূজা উদ্যাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. প্রিয়ব্রত পাল, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী, রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান, প্রক্টর অধ্যাপক ড. নূর মো‏হাম্মদ প্রমুখ।

আহসান জোবায়ের (জবি সংবাদদাতা)

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে