জবি ক্যাম্পাসে সিঙ্গেল সোসাইটির বিক্ষোভ

0
জবি সিঙ্গেল সোসাইটি

‘পুঁজিবাদ প্রেমের বিরুদ্ধে রুখে দাঁড়াও, প্রেম হোক সার্বজনীন’ শ্লোগানকে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বিশ্ব ভালোবাসা দিবসে বিক্ষোভ মিছিল করেছে জবির সিঙ্গেল সোসাইটি।
জবি সিঙ্গেল সোসাইটি
বুধবার অনুষ্ঠিত মিছিলটি ক্যাম্পাসের শান্ত চত্বর থেকে শুরু করে বিজ্ঞান হয়ে কলা ভবন ঘুরে এসে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সংগঠনের সভাপতি জবির ২য় বর্ষের সিঙ্গেল শিক্ষার্থী এ কে এম পারভেজ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসিম হাসান এর সঞ্চলনায় সমাবেশটি অনুষ্ঠিত হয়।

এসময় বক্তরা বলেন, আজকাল প্রেমগুলো শুধুমাত্র লাভ-লোকসানের হিসাব নিকাশের ভিত্তিতে হয়ে থাকে।নিঃস্বার্থ ভাবে ভালবাসতে দেখা যায় না অনেকেই। তাই সম্পর্কগুলো খুব দ্রুত ভেঙ্গে পড়ে ও ঘটে আত্মহত্যার মত ঘটনা। আমরা এরুপ প্রেম-ভালবাসার তীব্র নিন্দা জানাই। এসময় বক্তরা ‘জগন্নাথের মাটি সিঙ্গেলের ঘাঁটি’ এই স্লোগান দিয়ে বলেন, আমাদের এই সিঙ্গেল সোসাইটিকে পুঁজিবাদ প্রেমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এসময় বিভিন্ন বিভাগের শতাধিক সিঙ্গেল শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অপরদিকে জবির সিঙ্গেল সোসাইটির এ কমিটি ও তাদের বিক্ষোভকে ভ্রান্ত ও অবান্তর দাবি করেছে জবির সাধারণ শিক্ষার্থী ও প্রেম সম্পর্কে আবদ্ধ জুটিরা।

এ বিষয়ে জবির মনোবিজ্ঞান বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী ইফতেকার আহমেদ রিয়াদ বলেন, ‘জবিতে গঠিত এ সিঙ্গেল সোসাইটি পকেট কমিটি হয়েছে।এ কমিটিতে অনেকেই জুটি রয়েছে যা সিঙ্গেলদের জন্য অপমানজনক। তারা কেবল মুখে মুখে মিছিল করেছে তারা সিঙ্গেল, প্রকৃতপক্ষে তারা সিঙ্গেল নয়। আমি জবির সিঙ্গেল শিক্ষার্থীদের পক্ষ থেকে এর নিন্দা জানাই।’

তবে ভালবাসা দিবসকে একটু অন্যভাবে ব্যাখ্যা দিয়েছেন জবির শিক্ষার্থী সাজিদুল নাঈম। তার ভাষ্য মতে, ‘বিশ্ব ভালবাসা দিবস মানে কেবল প্রেমিক-প্রেমিকার প্রেমকে বুঝায় না। এই দিনটিতে একটি মানুষ তার চারপাশের বন্ধু-বান্ধব, আত্মীয় স্বজন, পরিবারের সকল সদস্যদের ভালবাসা একটু নতুন আঙ্গিকে প্রকাশ করতে পারে। এটাই তার বিশেষত্ব।’

আহসান জোবায়ের,
জবি সংবাদদাতা