কলকাতার দর্শকদের কাছে ইশা সাহা পরিচিত নাম। ছোটপর্দার লাস্যময়ী অভিনেত্রী সফল বড়ো পর্দায়ও। এবার জরিমানার কবলে পড়লেন তিনি। রাতে গাড়ি নিয়ে বেরিয়ে বিপাকে পড়েছেন এই অভিনেত্রী। নাইট কারফিউ ভাঙার অভিযোগে ইশাকে জরিমানা করেছে দায়িত্বরত পুলিশ।
কলকাতার সল্টলেকে চার নম্বর গেটের গার্ড রেল কাটিয়ে গাড়ি নিয়ে বের হচ্ছিলেন ইশা। তখন পুলিশ তাকে আটক করে। পুলিশের গাড়িতে করে তাকে নিয়ে যাওয়া হয় থানায়। সেখানে চালান কেটে জরিমানা নেওয়া হয় মিষ্টি হাসির ইশার কাছ থেকে।
ঘটনা প্রসঙ্গে ইশা বলেন, কাজ থেকে বাড়ি ফেরার সময় তিনি উদ্ভুত পরিস্থিতিতে পড়েন । অন্যান্য দিন ৮টার দিকে বের হয়ে ৯টার মধ্যে বাড়ি ফিরেন। এদিন কিছুক্ষণ দেরি হয়।
সল্টলেক ও বেলেঘাটায় চেকিংয়ে প্রায় ৪০ থেকে ৪৫ মিনিট আটকে ছিলেন তিনি। সেখানেই দেরি হয়। ওখান থেকে বেরিয়ে চার নম্বর গেট পার করার সময় পুলিশ আটকায় তাকে। এই ঘটনার পর কিছুটা বিব্রতকর অবস্থায় আছেন ইশা। সামান্য ঘটনাকে বড়ো করে দেখানো হচ্ছে বলে দাবি তার।














