আফগানিস্তানে মোতায়েন মার্কিন বাহিনীর প্রধান জেনারেল জন নিকোলসন দাবি করেছেন, তালেবানকে অস্ত্র সরবরাহ করছে রাশিয়া। ব্রিটিশ সরকারের অর্থে পরিচালিত সংবাদ মাধ্যম বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। জেনারেল নিকোলসন আরো দাবি করেন, তিনি আফগানিস্তানে রাশিয়ার অস্থিতিশীলতা সৃষ্টিকারী তৎপরতা দেখতে পেয়েছেন।
তাজিকিস্তানের সীমান্ত দিয়ে রুশ অস্ত্র চোরাচালান হয়ে তালেবানের হাতে যায় বলেও দাবি করেন তিনি। অবশ্য কি পরিমাণ রুশ অস্ত্র চোরাচালান হয়ে আফগানিস্তান ঢোকে সে বিষয়ে কিছু বলেননি এ মার্কিন জেনারেল।
অবশ্য, এর আগে এ ধরণের দাবিকে পরিষ্কার ভাষায় নাকচ করে দিয়েছেন রুশ কর্মকর্তারা। তারা বলেছেন, আলোচনার টেবিলে ফিরিয়ে আনার জন্য তালেবানের সঙ্গে তাদের সীমিত যোগাযোগ রয়েছে।