জেরুজালেমে বসানো হল মার্কিন দূতাবাসের সড়ক নির্দেশক

0
মার্কিন দূতাবাসের সড়ক নির্দেশক

জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তরের পাক্কালে সোমবার শহরটির অন্তত তিনটি স্থানে ‘ইউএস অ্যাম্বাসি’ লেখা সম্বলিত রোড সাইন (সড়ক নির্দেশক) স্থাপন করা হয়েছে। আগামী সপ্তাহে তেল আবিব থেকে জেরুজালেমে যুক্তরাষ্ট্রের দূতাবাস স্থানান্তর করা হবে। রয়টার্সের খবরে বলা হয়েছে, ইংরেজি, হিব্রু ও আরবি ভাষায় এসব রোড সাইন স্থাপন করা হয়েছে। জেরুজালেমের দক্ষিণে মার্কিন কনস্যুলেট ভবনের কাছে এসব স্থাপন করেছেন কর্মীরা। ১৪ মে তেল আবিব থেকে এই কনস্যুলেট ভবনেই মার্কিন দূতাবাস স্থানান্তর করা হবে।

গত ডিসেম্বরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন এবং এরপর শহরটিতে মার্কিন দূতাবাস স্থানান্তরের প্রক্রিয়া শুরু করেন। এর প্রতিক্রিয়ায় সারাবিশ্বে নিন্দার ঝড় ওঠে।

উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের মতো জোট। মুসলিম দেশগুলোর সবচেয়ে বড় জোট ওআইসি ট্রাম্পের ঘোষণার প্রতিক্রিয়ায় পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী স্বীকৃতি দেয়।

ইহুদি-খ্রিস্টান ও মুসলিম এই তিন সম্প্রদায়ের মানুষের জন্য তাৎপর্যপূর্ণ ধর্মীয় তীর্থস্থান জেরুজালেম। ফিলিস্তিনিরা নিজেদের ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী হিসেবে চায় ফিলিস্তিন। আর আন্তর্জাতিক সম্প্রদায়ও শহরটিকে ইসরাইলের অংশ হিসেবে মেনে নেয়নি।

২০১৬ সালের নির্বাচনী ক্যাম্পেইন চলাকালীন সময়ে ট্রাম্প জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতির পাশাপাশি মার্কিন দূতাবাস সরানোর জন্য একাধিকবার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সূত্র: আল জাজিরা