জনপ্রিয় গায়িকা শাকিরার বিরুদ্ধে দেওয়া হলো ১৭ মিলিয়ন ডলার কর ফাঁকির মামলা। স্পেনে বিচারের সম্মুখীন হতে পারেন এই পপস্টার। আদালতের কাছে শাকিরার বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ আছে ২০১২, ২০১৩ ও ২০১৪ সালে কর ফাঁকির।
বিচারক মার্কো হেসুস জুবেরিয়াস লিখেন, উল্লেখিত তিন বছরে শাকিরা স্পেনে থেকেছেন ২০০ দিনের বেশি। সেজন্য স্পেনকে কর দিতে তিনি অঙ্গীকারবদ্ধ।
এদিকে শাকিরার প্রতিনিধি দল বলছে, শাকিরার মূল বাড়ি বাহামাতে। অথচ স্পেনের সংবাদমাধ্যমে বলা হচ্ছে, বার্সেলোনাতেও কলম্বিয়ান এই গায়িকার বাড়ি আছে। সেখানে বার্সেলোনা ফুটবলার জেরার্ড পিকের সাথে থাকেন। পিকে-শাকিরা দম্পতির দু’টি সন্তান আছে।
স্পেনের কর আইনে বলা আছে, যদি কেউ অন্তত ছয় মাস স্পেনে থাকে তাহলে ওই বছরে তিনি স্পেনকে কর দিতে বাধ্য। মামলায় দোষী সাব্যস্ত হলে শাকিরার জরিমানা, এমনকি জেলও হতে পারে।