টানা তিন ম্যাচ জিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতে যা বাংলাদেশ। আজকের ম্যাচ ছিল নিজেদের এগিয়ে নেওয়ার। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় বরণ করে নিতে হলো পরাজয়। পক্ষান্তরে সিরিজে প্রথন জয়ের দেখা পেলো অস্ট্রেলিয়া।
চতুর্থ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়ে স্বস্তির নিঃশ্বাস অজি শিবিরে। তিন ম্যাচের ভরাডুবির পর দলে সুযোগ পেলেন ৩৮ বছর বয়সী ড্যানিয়েল ক্রিশ্চিয়ান। ম্যাচের পার্থক্য গড়ে দেন তিনিই। যে পিচে রান করতে হাবুডুবু খাচ্ছিলো দু’দলই, সেখানে ক্রিশ্চিয়ান খেললেন ১৫ বলে ৩৮ রানের ঝড়ো ইনিংস।
টস জিতে ব্যাটিং নেন মাহমুদুল্লাহ রিয়াদ। বরাবরের মতো আজও ব্যর্থ সৌম্য সরকার। নাঈম ২৮ করলেও খেলেন ৩৬ বল। সাকিবও খেলেন ধীরগতির ইনিংস। সোয়েপসনের জোড়া আঘাতে শূন্য হাতে সাজঘরে ফেরেন রিয়াদ-সোহান। আফিফ আর মেহেদি শেষবেলায় চেষ্টা করে রান ১০০-র ঘর পার করেন। বাংলাদেশের ইনিংস থামে ৯ উইকেটে ১০৪ রানে।
আগের তিন ম্যাচে দারুণ ব্যাটিং করা মিচেল মার্শ আজ ১১ রান করেই সাজঘরে ফেরেন। আজও সম্প্রভিত থাকেন মুস্তাফিজ। ৯ রান দিয়ে পান ২ উইকেট। কিন্তু ব্যাটসম্যানদের স্বল্প পুঁজি আর ক্রিশ্চিয়ানের ঝড়ে ছিটকে পড়ে বাংলাদেশ।
এক ওভার ও তিন উইকেট হাতে রেখে তুলে নেয় ১০৫ রান। এতেই অবশেষে জয়ের মুখ দেখলো অস্ট্রেলিয়া। সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ৯ আগস্ট, মিরপুরে।