জয় পেলেও বিতর্কের মুখে বার্সেলোনা

0
বার্সেলোনা

লা লিগার টানা জয় বার্সেলোনার। শেষ ম্যাচে দেপোর্তিভো আলাভেসকে উড়িয়ে দিয়ে টানা জয় নিয়ে শিরোপা জয়ের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে কাতালান ক্লাবটি। তবে আলাভেসের সঙ্গে বার্সার ২-১ গোলে জয় না হয়ে ফল অন্য রকম হলেও অবাক হওয়ার মতো কিছুই ছিল না।
বার্সেলোনা
কীভাবে বার্সাকে আটকে রাখা যায়, সেটা দারুণভাবে দেখিয়ে দিয়েছে আলাভেস। ম্যাচের প্রথম থেকেই বল তাদের নিয়ন্ত্রণে ছিল। তিন-চারটি গোলের সুযোগ পেয়েও তারা মিস করে। তবে ম্যাচের ২৩ মিনিটেই সুইডেনের ফরোয়ার্ড জন গুইতেদির কাছে পরাস্ত হন বার্সার গোলরক্ষক স্টেগান।

প্রথমার্ধ আলাভেস এগিয়ে থেকে মাঠ ছাড়লে ভেলভার্দে শিবিরে শঙ্কা জাগে লা লিগার প্রথম ম্যাচ হারের। কিন্তু লা লিগার এই মৌসুমে আগের ম্যাচগুলোর মতো এবারের ম্যাচেও বার্সাকে খুঁজে পাওয়া গেল দ্বিতীয়ার্ধে। জর্দি আলবা ও সার্জিও রবার্তো মাঠে নামার পর পুরো শক্তি ফিরে পেল বার্সা। একের পর এক আক্রমণ করে যাচ্ছিল তারা। ম্যাচের ৭১ মিনিটে ইনিয়েস্তার ক্রসে সুয়ারেজ বার্সাকে সমতায় ফেরান। ১-১ গোলে ম্যাচ এগিয়ে যাচ্ছিল আক্রমণ-পাল্টা আক্রমণে।

প্রতিদ্বন্দ্বিতার এই ম্যাচ বিতর্কের জন্ম দিয়েছে ম্যাচের ৮৩ মিনিটে। মেসির ফ্রিকিক নিয়েই বাধে বিপত্তি। দারুণ ফ্রিকিকে মেসি আলাভেসের গোলরক্ষক পাচেকোকে ফাঁকি দিতে পারলেও রিপ্লেতে দেখা গেছে, পাকো আলকাসেরকে ফাউলের জন্য ফ্রিকিক দেওয়া হয়েছে। অথচ ফাউলের সময় আলকাসের অফসাইডে ছিলেন, যা রেফারির দৃষ্টিগোচর হয়নি।

এটাই শেষ নয়, ম্যাচের ৮৭ মিনিটে বিতর্কের আগুন উসকে দেওয়া হয়। কারণ, বার্সার ডি-বক্সের ভেতরেই কিক নেন বার্সা থেকেই ধারে আলাভেসে খেলতে যাওয়া মুনির এল হাদ্দাদি। সে শট উমতিতির হাতে লেগে ফিরে এসেছে। কিন্তু আলাভেসের পেনাল্টির আবেদনে রেফারি সায় দেননি কোনো।