‘জয় বাংলাকে কেন জাতীয় শ্লোগান ঘোষণা নয়’ হাইকোর্ট এর রুল

0
জয় বাংলাকে কেন জাতীয় শ্লোগান ঘোষণা নয়

জয় বাংলাকে কেন জাতীয় শ্লোগান ঘোষণা নয়

কেন ‘জয় বাংলাকে’ জাতীয় শ্লোগান হিসেবে ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রবিবারের মধ্যে মন্ত্রী পরিষদ সচিব, আইন সচিব, শিক্ষা সচিবকে আগামী এই রুলের জবাব দিতে বলা হয়েছে। বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাইকোর্ট বেঞ্চ আজ এই আদেশ দেন।

সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট বশীর আহমেদ ‘জয় বাংলাকে’ জাতীয় শ্লোগান ঘোষণার নির্দেশনা চেয়ে আদালতে একটি রিট দায়ের করেন। সেই রিটের প্রাথমিক শুনানি নিয়ে আদালত আজ এই আদেশ দেন।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে