টাইব্রেকারে বাঁচল নয়জনের চেলসি

0
চেলসি

এফএ কাপের তৃতীয় রাউন্ডে নরউইচ সিটির বিপক্ষে জিততে টাইব্রেকার পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে চেলসিকে। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হওয়ার আগে অতিরিক্ত সময়ে লালকার্ড দেখে মাঠ ছাড়তে হয় চেলসির দুইজনকে!
চেলসি
১১৭তম মিনিটে শেষ মুহূর্তের টানটান উত্তেজনার সময় বাজেভাবে ফাউল করায় দ্বিতীয় হলদুকার্ড দেখে মাঠ ছাড়েন পেদ্রো। তিন মিনিট বাদে মোরাতাকে একইভাবে মাঠের বাইরে যেতে হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বারবার বাঁশি বাজাতে থাকেন রেফারি। খেলা গড়ায় পেনাল্টি শ্যুটআউটে। সেখানে ৫-৩ ব্যবধানে জয় পায় চেলসি।

এর আগে উইলিয়ানের একটি পেনাল্টি আবেদনে সাড়া না দেয়ায় রেফারির উপর খেপে যায় চেলসির খেলোয়াড়রা। দলটির কোচও ম্যাচে শেষে রেফারিকে ধুয়ে দিয়েছেন। সঙ্গে সমালোচনা করেছেন ভিডিও রেফারি প্রযুক্তির।

ম্যাচটি প্রথমার্ধ গোলশূন্য অবস্থায় শেষ হয়েছিল। দ্বিতীয়ার্ধের ৫৫তম মিনিটে কেনেডির ক্রস ধরে বাঁদিকের বারের খুব কাছ থেকে বাঁপায়ের শটে চেলসিকে এগিয়ে দেন মিচি বাতসুআই।

নরউইচ ম্যাচে ফেরে (৯০+৪)তম মিনিটে। টিম ক্লোজের দারুণ একটি ক্রসে বক্সের মাঝ থেকে হেড করে জাল খুঁজে নেন জামাল লুইস। ম্যাচে সমতা আসায় চেলসির খেলোয়াড়রা উত্তেজিত হয়ে পড়েন। পরিণাম দুই লালকার্ড। ভাগ্য আবার তাদের দিকে ফিরে তাকায় ওই টাইব্রেকারে

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে