টায়ার ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে বাসে ট্রাকের ধাক্কা, মালিতে নিহত ৪১

0
টায়ার ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে বাসে ট্রাকের ধাক্কা, মালিতে নিহত ৪১

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে একটি বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষে অন্তত ৪১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছে ৩৩ জন।

দেশটির পরিবহণ মন্ত্রণালয় জানিয়েছে, পণ্যবোঝাই ট্রাকটিতে বেশ কয়েকজন শ্রমিক ছিল। মঙ্গলবার দেশটির দক্ষিণ-মধ্যাঞ্চলীয় এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

মালির রাষ্ট্রীয় টিভি চ্যানেলের বরাতে জানা যায়, চলাচলরত বাসটির টায়ার ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি মুখোমুখি আঘাত করে রাস্তায় একটি ট্রাককে। এতে প্রচুর হতাহতের ঘটনা ঘটে। সংঘর্ষের পরপর ঘটনাস্থলে থেকে ৩৭ জনের লাশ উদ্ধার করা হয়। গুরুতর আহত অবস্থায় বাকিদের হাসপাতালে নেওয়া হয়েছে। এদের মধ্যে পরবর্তীতে আরো বেশ কয়েকজনের মারা যায়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।