টিকা নিলেই মিলছে ১০০০ ডলার ভাতা

0
টিকা নিলেই মিলছে ১০০০ ডলার ভাতা

যুক্তরাষ্ট্রে ভ্যানগার্ডের কর্মীরা করোনার ভ্যাকসিন নিলেই এক হাজার ডলার ভাতা পাবেন। তবে এজন্য অক্টোবর মাসের মধ্যে টিকা নিতে হবে কর্মীদের। অবশ্য পূর্বেও যারা টিকা নিয়েছেন, তারাও এই ভাতার অন্তর্ভুক্ত হবেন। এক বিবৃতিতে এ তথ্য জানায় মার্কিন বিনিয়োগ কোম্পানি ভ্যানগার্ড।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রায় ১৬ হাজার ৫০০ কর্মী রয়েছে ভ্যানগার্ডের। কর্তৃপক্ষ জানিয়েছে, করোনার বিস্তার ঠেকানোর ‌সবচেয়ে ভালো উপায় ভ্যাকসিন হওয়ায় ভ্যাকসিন নেওয়ায় জোর দেওয়া হচ্ছে।

ভ্যানগার্ডের একজন মুখপাত্র জানিয়েছেন, ‘ভ্যাকসিন নিতে উৎসাহিত করার অংশ হিসেবে কর্মীদের মধ্যে যেসকল কর্মী ইতোমধ্যে ভ্যাকসিন গ্রহণের এর প্রমাণ দেখাতে পারছেন তাদের জন্য প্রণোদনার ব্যবস্থা করা হয়েছে। ভ্যাকসিন নেওয়ার মাধ্যমে ওই কর্মী, তার পরিবার ও তার কমিউনিটির মানুষজন থাকতে পারবেন সুরক্ষিত।’

এদিকে কর্মীদের ভ্যাকসিন নেওয়া বাধ্যতামূলক করছে প্রযুক্তি জায়ান্ট গুগল ও মাইক্রোসফট। ওয়ালমার্ট ও উবার ব্যবস্থাপনা কর্মীদের ভ্যাকসিন নিতে আহবান জানিয়েছে। তবে অ্যামাজন ও অ্যাপলের পক্ষ থেকে এ বিষয়ক নীতি এখনো পর্যন্ত গ্রহণ করা হয়নি।