টি-টোয়েন্টিতে ‘ডাবল সেঞ্চুরি’ মোস্তাফিজের

0
টি-টোয়েন্টিতে ‘ডাবল সেঞ্চুরি’ মোস্তাফিজের

টি-টোয়েন্টিতে ডাবল সেঞ্চুরি মোস্তাফিজের রীতিমত স্বপ্নের ফর্মে আছেন মোস্তাফিজুর রহমান। অস্ট্রেলিয়া সিরিজের পর নিউজিল্যান্ডের বিপক্ষেও বল হাতে আগুন ঝরাচ্ছেন ‘কাটার মাস্টার’ খ্যাত বাঁহাতি এই পেসার।

বুধবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে মাত্র ৬০ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ। যে ম্যাচে শেষ তিনটি উইকেট নিয়ে কিউইদের লেজ মুড়ে দেন ‘দ্য ফিজ’।

২.৫ ওভার বল করে মাত্র ১৩ রান খরচায় ৩টি উইকেট শিকার করেন মোস্তাফিজ। তাতে আবার নাম লিখিয়েছেন নতুন এক রেকর্ডেও। কিউইদের শেষ উইকেট তুলে নেয়ার সঙ্গে সঙ্গে টি-টোয়েন্টি ফরমেটের সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন কাটার মাস্টার।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৪৯ ম্যাচে ৭১ উইকেট মোস্তাফিজের। তবে বিপিএল, আইপিএলসহ ফ্র্যাঞ্চাইজি লিগ মিলিয়ে সর্বমোট উইকেট সংখ্যা ১৫০ ম্যাচে এখন কাটায় কাটায় ২০০টি।

এর মধ্যে ইনিংসে ৫ উইকেট পেয়েছেন ২ বার, ৪ উইকেট ৩ বার। মোস্তাফিজের সেরা বোলিং ফিগার ২২ রানে ৫ উইকেট। ২০১৪ সালে কলকাতায় নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে এমন দুর্দান্ত বোলিং করেছিলেন তিনি।