টি-টোয়েন্টি সিরিজও বাংলাদেশের

0

টি-টোয়েন্টিতে এতো রান তাড়া করে এর আগে একবারই জিতেছিল বাংলাদেশ। ব্যাটিং সহায়ক উইকেটেও তাই একটা বাড়তি চাপ ছিল। ১৯৩ রান তাড়া করতে নেমে শুরু থেকে দারুণ ব্যাটিং করে বাংলাদেশ।   

সৌম্য সরকারের অর্ধশতকের সঙ্গে সাকিব, আফিফ, মাহমুদউল্লাহর কার্যকরী ইনিংস। শামীম হোসেনের ঝড়ো ব্যাটিংয়ে ৪ বল ও ৫ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে নোঙর ফেলে টাইগাররা। ১৫ বলে অপরাজিত ৩১ রান করেন আগের ম্যাচে অভিষিক্ত শামীম পাটোয়ারী। ১৮ তম ওভারে টানা তিন বলে তিন ছয় মারেন শামীম।


এর আগে হারারে স্পোর্টস ক্লাবে বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ রান সংগ্রহ করে স্বাগতিক জিম্বাবুয়ে। তিন ম্যাচ সিরিজ ২-১ এ জিতলো মাহমুদউল্লাহ বাহিনী।


একমাত্র টেস্টের পর ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে ৩-০ তে পরাজিত করে বাংলাদেশ। এবার টি-টোয়েন্টি সিরিজও পকেটে পুরলো।