টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ আজ

0

ভারতের দেরাদুনে নিজেদের ‘ঘর’ বানিয়ে নিয়েছে আফগানিস্তান অনেক দিন হলো। সেখানেই আজ থেকে শুরু বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ। কাল সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে এলেন দুই দলের অধিনায়ক সাকিব আল হাসান ও আসগার স্টানিকজাই। বাংলাদেশ ছাড়ার আগে সিরিজে আফগানিস্তানকে এগিয়ে রেখেছিলেন সাকিব। কাল অমন কিছু না বললেও প্রতিপক্ষের প্রশংসা করেছেন বারবার। নিজেদের সেরা ক্রিকেট খেলার তাগিদও সে কারণে, ‘সেরা ক্রিকেটটাই আমরা খেলতে চাই। প্রত্যেকে যেন পারফরম করতে পারি, সেভাবে প্রস্তুতি নিচ্ছি। যদি এক কিংবা দুজন খেলোয়াড় পারফরম করে তাহলে আমরা জিততে পারব না। ভালোভাবে খেলার প্রস্তুতি প্রত্যেকের থাকতে হবে। যদি আমরা সবাই অবদান রাখতে পারি এবং নিদাহাস ট্রফির মতো খেলতে পারি তাহলে ম্যাচ জেতার সুযোগটা থাকবে বেশি।’

এরআগে বৃষ্টির কারণে প্রস্তুতি ম্যাচ শুরু হতে দেরি। তখনই অমন ফুরফুরে মেজাজে দেরাদুনে বাংলাদেশের ড্রেসিংরুম। ম্যাচ শেষে মেজাজটা অবশ্য খিঁচড়েই যাওয়ার কথা। ১৬ বল বাকি থাকতে ৮ উইকেটের জয় তুলে নিয়ে নিজেদের শক্তির জানান যে দিয়েছে আফগানরা! প্রস্তুতি ম্যাচে প্রস্তুতিটাই আসল— সত্য। কিন্তু এমন বাজে হারের পর বাংলাদেশের আত্মবিশ্বাসে চোট লাগাটা স্বাভাবিক।

বাংলাদেশের ক্রিকেট আবহে এমনিতেই গেল কিছুদিনের আফগানিস্তানকে নিয়ে সংশয়ের চোরাস্রোত। বিশেষত আইপিএল মাতানো রশিদ খান জুজুতে আক্রান্ত সবাই। আইপিএলের আরেক সফল পারফরমার মুজিব উর রহমানও রয়েছেন। এঁদের কিভাবে সামলাবেন বাংলাদেশের ব্যাটসম্যানরা, এ নিয়ে এত দিন গবেষণা হয়েছে বিস্তর।

এখন দেখা গেছে, আফগানিস্তানের পরের সারির বোলারদেরও সামলাতে পারেনি সফরকারীরা। তাইতো পরশুর প্রস্তুতি ম্যাচে তারা আটকে যায় ছয় উইকেটে ১৪৫ রানে। যে স্কোর আবার অনায়াসেই টপকে যায় আফগানদের দ্বিতীয় সারির দল।

এখানে বাংলাদেশের রক্ষাবর্ম ওই সেটিই—প্রস্তুতি ম্যাচ! যেন প্রস্তুতি ম্যাচে জিতলে প্রস্তুতিটা ঠিকঠাক হয় না!