শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়েনিজের ইনিংস দেড়’শতে নিয়ে গেছেন ওয়ানডে মেজাজে ব্যাট চালানো মুমিনুল হক। যোগ্য সঙ্গ দিয়ে ক্যারিয়ারের ২৯তম হাফসেঞ্চুরি তুলে নেন মুশফিকুর রহিম। দু’জনের তৃতীয় উইকেট জুটিতে দু’শ রানের সঙ্গে চালকের আসনে টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ।
এর আগে তিন বছরের বেশি সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে শতকের দেখা পেলেন মুমিনুল। ৯৬ বল মোকাবেলায় ১৩টি চারের সাহায্যে ক্যারিয়ারে পঞ্চমবারের মতো তিন অঙ্ক স্পর্শ করেছেন। এই ভেন্যুতেই তার ব্যাট থেকে সবশেষ সেঞ্চুরি দেখা গেছে ২০১৪ সালের নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চলছে প্রথম দিনের তৃতীয় সেশনের খেলা। এ রিপোর্ট লেখা অবধি দলীয় সংগ্রহ ৭৯ ওভার শেষে দুই উইকেটে ৩২৮। মুমিনুল ১৫১ ও মুশফিক ৮০ রানে ব্যাট করছেন। দু’জনে মিলে ২০৯ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন রয়েছেন।
প্রথম সেশন শেষ হয় ২৭.৪ ওভারে দুই উইকেটে ১২০ রানে। ইমরুল কায়েসের (৪০) বিদায়ে মধ্যাহ্ন বিরতিতে যায় দু’দল। লক্ষণ সান্দাকানের বলে এলবিডব্লুর ফাঁদে পড়েন ইমরুল। রিভিউ নিলেই বেঁচে যেতেন। রিপ্লেতে দেখা যায় বাউন্সি বল স্ট্যাম্প মিস করেছে। মুমিনুলের সঙ্গে দ্বিতীয় উইকেট জুটিতে আসে ৪৮। তার আগে তামিম ইকবালের সঙ্গে ৭২ রানের ওপেনিং পার্টনারশিপ গড়েন।
ওয়ানডে মেজাজে ২৫তম টেস্ট ফিফটি তুলে নেন তামিম। অর্ধশতক হাঁকিয়ে বেশিদূর এগোতে পারেননি। ব্যক্তিগত ৫২ রানে (৫৩ বল) অফস্পিনার দিলরুয়ান পেরেরার বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন।
প্রায় চার বছর পর টেস্ট স্কোয়াডে ফিরলেও একাদশে সুযোগ পাননি অভিজ্ঞ স্পিনার আব্দুর রাজ্জাক। সাদা পোশাকে অভিষিক্ত হয়েছেন তিনটি ওয়ানডে খেলা সানজামুল ইসলাম। ইনজুরির কারণে প্রথম টেস্ট মিস করছেন অধিনায়কত্ব ফিরে পাওয়া সাকিব আল হাসান।
সদ্য শেষ হওয়া ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে লঙ্কানদের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় হাতে চোট পেয়ে ছিটকে যান সাকিব। তার অনুপস্থিতিতে টেস্টে টাইগারদের দশম অধিনায়ক হিসেবে নেতৃত্বের অভিষেক হলো ডেপুটি মাহমুদউল্লাহ রিয়াদের।