টেস্টে অভিষেক শতকের দেখা পেলেন সাদমান

0

টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়েছেন তরুণ ওপেনার সাদমান ইসলাম। হারারে টেস্টে দ্বিতীয় ইনিংসে ১৮০ বলে এই মাইলফলক স্পর্শ করে তিনি। সপ্তম বাংলাদেশি ওপেনার হিসেবে সেঞ্চুরি টেস্টে শতক হাঁকালেন সাদমান।


তৃতীয় দিন শেষে সাদমান অপরাজিত থাকেন ২২ রানে। পরদিন প্রথম সেশনে পূর্ণ করেন ফিফটি। ১০১ বলে অর্ধশতক পার করেন।
রিচার্ড এনগারভার বলে সিঙ্গেল নিয়ে নার্ভাস নাইন্টিজে যান। তিন অঙ্কে যেতে অবশ্য সময় নেননি বাঁহাতি এই ব্যাটসম্যান। ৫৫ রানের সময় একবার জীবন পান সাদমান। তিরিপানোর বলে সহজ ক্যাচ মিস করেন মায়ার্স।


২০১৮ সালে অভিষেকে একমাত্র ইনিংসে ৭৬ রান করেছিলেন সাদমান ইসলাম। ১৫ তম ইনিংসে এসে পেলেন প্রথম সেঞ্চুরির দেখা। টেস্টে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ সেঞ্চুরি তামিম ইকবালের, নামের পাশে জ্বলজ্বল করছে নয়টি শতক।