টেস্ট সিরিজের জন্য প্রস্তুত বাংলাদেশ : স্টিভ রোডস

0
টেস্ট সিরিজের জন্য প্রস্তুত বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজে নয় বছর বাদে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে গেছে বাংলাদেশ। সে সময় মাশরাফির ইনজুরির কারণে সিরিজের নেতৃত্বে ছিলেন সাকিব আল হাসান। আর এবার বাংলাদেশ টেস্ট খেলবে সাকিবের নেতৃত্বে। এরপর ওয়ানডে খেলবে মাশরাফির নেতৃত্বে। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টটি বুধবার রাত ৮টায় অ্যান্টিগায় শুরু হবে। আর এই টেস্ট সিরিজের জন্য বাংলাদেশ প্রস্তুত বলে জানিয়েছেন বাংলাদেশের নতুন কোচ স্টিভ রোডস।

গত জুনে কোচ স্টিভ রোডস বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন। বাংলাদেশ দল নিয়ে খুব একটা কাজ করার সুযোগ পান নি ইংলিশ কোচ রোডস। তবে ইংল্যান্ডের সাবেক উইকেট রক্ষক ব্যাটসম্যান বাংলাদেশ দলের খেলোয়াড়দের খেলা ইউটিউবে দেখেছেন বলে জানিয়েছেন। আর তা থেকে তিনি মনে করেন বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।

তিনি বলেন, ‘তাদের একেবারে বোকা ভাবার কারণ নেই। বাংলাদেশ দল ভালো মতো প্রস্তুতি নিয়েছে। তাছাড়া তাদের অভিজ্ঞতা অনেক। আন্তর্জাতিক ক্রিকেট এবং টেস্ট ম্যাচ কিভাবে খেলতে হয় তা তারা বেশ জানে।’

রোডস দলে কোচের ভূমিকা নিয়ে বলেন, ‘আমার কাজ তাদের ভালো মতো প্রস্তুতি নিতে সহায়তা করা এবং তাদের সমর্থন যোগানো। যাতে করে তারা এমন ম্যাচের জন্য ভালো মতো প্রস্তুত হতে পারে।’

বাংলাদেশ কোচ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজটি তিন ম্যাচের হলে ভালো হতো বলে মনে করেন। তিনি বলেন, ‘আমরা বিজোড় টেস্ট ম্যাচ খেলতে আগ্রহী ছিলাম। তবে এই দুই ম্যাচ কিভাবে সামলাতে হবে তা খেলোয়াড়রা জানে। তারা এখানে ভালো খেলার চ্যালেঞ্জটা নিচ্ছে।’

ওয়েস্ট ইন্ডিজের উইকেট নিয়ে বাংলাদেশ কোচ মনে করেন, প্রথমে উইকেট থেকে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ সুবিধা পাবে। উইকেটে ঘাস আছে এবং বেশ বাউন্স পাবে বোলাররা। বাংলাদেশের জন্য এমন উইকেটে মানিয়ে নেওয়া কঠিন হবে বলেও মনে করেন তিনি। তবে বাংলাদেশ সদ্য শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজ-শ্রীলংকা সিরিজ বিশ্লেষণ করেছে এবং সেভাবে প্রস্তুতি নিয়েছে বলে জানান কোচ।