উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে হুবার্ট হুরকাজের কাছে সরাসরি সেটে পরাজয়, শেষ সেটে হারের ব্যবধান ০-৬! যদি বলা হয়, পরাজিত ব্যক্তিটি রজার ফেদেরার, নড়ে-চড়ে বসবে লোকে। বাস্তবতা হচ্ছে, ফেদেরার বুড়িয়ে গেছেন। ফুরিয়ে গেছেন বলা না গেলেও, ক্যারিয়ারের সূর্যাস্ত যে দৃশ্যমান তা বলে চলে অনায়াসে।
আর অল্প কয়দিন বাদে শুরু হতে যাচ্ছে টোকিও অলিম্পিক ২০২০। ছবির মতো সুন্দর দেশ সুইজারল্যান্ডের বাসিন্দারা ধাক্কা খেলো এর আগে। তাদের মহারাজা খেলবেন না অলিম্পিকে। উইম্বলডনের কোয়ার্টারের হারার পর আন্দাজ করা গিয়েছিল, অবসান ঘটলো শঙ্কার।
ফেদেরার বলছেন হাঁটুর ইনজুরির কথা। জানালেন ফিরতে চান আবারও। বাস্তবতা ভিন্ন, কিন্তু স্বান্তনাটুকু নেওয়া ছাড়া উপায় কী সুইসদের। টেনিস র্যাকেট হাতে দোর্দণ্ড প্রতাপে বিশ্ব শাসানো ফেদেরার চোট জর্জর হয়েছেন আগেও, ফিরে এসেছেন প্রতিবার। এবার থামার পালা।
মঙ্গলবার রাতে ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করে জানিয়ে দেন অলিম্পিকে না থাকার কথা। ‘ঘাসের কোর্টে খেলায় সময় আঘাত পেয়েছি। ফলে অলিম্পিক থেকে নাম সরিয়ে নিচ্ছি। আমি আন্তরিকভাবে দুঃখিত। সুইজারল্যান্ডের হয়ে খেলতে আমি সবসময় উন্মুখ থাকি। সুইজারল্যান্ড দলের প্রতি শুভকামনা রইল। আশা করি সুস্থ হয়ে পরের গ্রীষ্মে আমি ফিরতে পারব।’
রজার ফেদেরার যতই পরের গ্রীষ্মে ফেরার কথা বলেন, এই গ্রীষ্মে তা যে শূন্যতা তৈরি হয়েছে, তা খরার সৃষ্টি করবে দুনিয়ার টেনিসপ্রেমীদের অন্তরে।