টোকিও অলিম্পিক: পদক তালিকার শীর্ষ দশ

0

জমে উঠেছে টোকিও অলিম্পিকের পদকের টেবিল। টেবিলের শীর্ষস্থান দখলে রেখেছে চীন। ৩২ স্বর্ণ, ২৩ রৌপ্য ও ১৬ ব্রোঞ্জসহ দেশটির মোট পদক সংখ্যা ৭১টি।

পদকের সংখ্যায় এগিয়ে থাকলেও স্বর্ণে পিছিয়ে দ্বিতীয় স্থানে মার্কিন যুক্তরাষ্ট্র। ২৭ স্বর্ণ, ৩৩ রৌপ্য ও ২৩ ব্রোঞ্জসহ মোট ৮৩টি পদক মার্কিনিদের ঝুলিতে।

আসর বসেছে জাপানে। স্বাগতিকরা আছে তালিকার তিন নম্বরে। ২১ স্বর্ণ, ৭ রৌপ্য আর ১২ ব্রোঞ্জে আয়োজকদের পদক ৪০টি। সমান ১৫টি করে স্বর্ণপদক ঝুলেছে ব্রিটেন ও অস্ট্রেলিয়ার অ্যাথলেটদের গলায়।

১৪ স্বর্ণ নিয়ে এদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে রাশিয়া। ৯টি স্বর্ণ জার্মানিকে তুলে এনেছে টেবিলের সাতে। টপ টেনে থাকা বাকী তিন দল ইতালি, ফ্রান্স ও নেদারল্যান্ডস পকেটে পুরেছে সমান ৬টি করে স্বর্ণপদক।