ট্রাম্পের মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তোলার কোন কারণ নেইঃ রেক্স টিলারসন

0
টিলারসন

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মানসিক সুস্থতা নিয়ে কখনোই প্রশ্ন তোলেননি তিনি। ট্রাম্প প্রশাসন নিয়ে সদ্য প্রকাশিত একটি বইয়ে ট্রাম্পের মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তোলার জবাবে গতকাল শুক্রবার এ কথা বলেন টিলারসন।

টিলারসন

টেলিভিশন চ্যানেল এনবিসির ‘টুডে শো’ নামের একটি অনুষ্ঠানে শুক্রবার কথা বলেছিলেন ‘ফায়ার অ্যান্ড ফিউরি: ইনসাইড দ্য ট্রাম্প হোয়াইট হাউস’ বইয়ের লেখক মাইকেল ওলফ। তিনি বলেন, ‘প্রেসিডেন্টের ঘনিষ্ঠ যতজনের সঙ্গে আমি কথা বলেছি, সবাই একবাক্যে স্বীকার করে নিয়েছেন যে ট্রাম্পের আচরণ শিশুর মতো। শিশুদের যেমন তাৎক্ষণিক মনোতুষ্টির প্রয়োজন হয়, ট্রাম্পেরও তেমনি।’

এ নিয়ে গতকালই মুখ খোলেন পররাষ্ট্রমন্ত্রী টিলারসন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, গত বছর প্রেসিডেন্টকে ‘গাধা’ বলে সম্বোধন করেছিলেন তিনি। সংবাদমাধ্যম সিএনএনকে টিলারসন বলেন, ‘তাঁর মানসিক সুস্থতা নিয়ে আমার প্রশ্ন তোলার কোনো কারণ নেই।’ ডোনাল্ড ট্রাম্প অতীতের অন্য প্রেসিডেন্টদের মতো নন বলেও মন্তব্য করেন তিনি।

রেক্স টিলারসন বলেন, ‘আমি মনে করি, তিনি ভালোভাবে সংগঠিত একজন মানুষ। আর এই কারণেই আমেরিকার মানুষ তাঁকে বাছাই করেছে।’

গতকালের ‘টুডে শো’ অনুষ্ঠানে লেখক মাইকেল ওলফ নিজের বইয়ের বিশ্বাসযোগ্যতা নিয়েও বক্তব্য দিয়েছিলেন। তাঁর দাবি, বইয়ে কোনো মিথ্যা তথ্য দেওয়া হয়নি। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে হরহামেশা দেখা ও কথা হচ্ছে, এমন ব্যক্তিদের কাছ থেকেই এসব তথ্য পেয়েছেন তিনি। কথা বলেছেন ট্রাম্পের সঙ্গেও। এসব কথা ও সাক্ষাৎকারের প্রমাণ আছে বলেও দাবি করেন ওলফ।

সাম্প্রতিক বিতর্কে অংশ নিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বইটি ‘একঘেয়ে ও মিথ্যা তথ্যে ভরা’। এক টুইট বার্তায় তিনি বলেন, তাঁকে আঘাত করার জন্য গণমাধ্যম ও অন্যরা এ বইটিকে সামনে নিয়ে এসেছে। টুইটে ট্রাম্প লিখেছেন, ‘তাঁদের নির্বাচনে জেতার চেষ্টা করা উচিত। দুঃখজনক!’

এদিকে শনিবার থেকে অবকাশযাপন কেন্দ্র ক্যাম্প ডেভিডে দুই দিনের বৈঠক শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এ বৈঠকে রিপাবলিকান পার্টির জ্যেষ্ঠ সিনেটরদের সঙ্গে আসন্ন বছরের নীতিনির্ধারণী বিষয় নিয়ে আলোচনা করবেন তিনি

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে