ডাকাতির মাল ভাগের সময় র‍্যাবের হামলা, র‍্যাবের গুলিতে ডাকাত নিহত

0
সীতাকুন্ড

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি বিয়ের গাড়িতে ডাকাতি করে পালানোর সময় গুলিতে এক ‘ডাকাত’ নিহত হয়েছে বলে দাবি করেছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আজ শুক্রবার ভোররাতে উপজেলার কুমিরা বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।
সীতাকুন্ড
র‍্যাব-৭ এর পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়, চট্টগ্রামের হাটহাজারী থেকে একটি গাড়িতে করে ২০-২৫ জন কুমিল্লার লাকমাসে ফিরছিলেন। ভোরে ৬-৭ জন ডাকাত সেটি আটকে মালামাল নিয়ে পালিয়ে যায়।

পরে ভুক্তভোগীরা র‍্যাবের টহল দলের কাছে এ ব্যাপারে অভিযোগ করেন। র‍্যাব ডাকাতদের খুঁজতে থাকে। এ সময় ডাকাতদল পাশের একটি জঙ্গলে ডাকাতির মালামাল ভাগাভাগি করছিল।

র‍্যাবকে দেখে ডাকাতদল গুলি ছুড়ে। র‍্যাবও পাল্টা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই এক ‘ডাকাত’ নিহত হয় বলে জানায় র‍্যাব।