অবশেষে চার বছর পর মুক্তির জন্য প্রস্তুত হলো ‘ডেঞ্জার জোন’। বাপ্পি চৌধুরী অভিনীত হরর ও সাই-ফাই জনরার মুভিটির শুটিং শুরু হয় ২০১৭ সালের মার্চে। পরিচালক বেলাল সানির প্রথম চলচ্চিত্র এটি।
না, এত লম্বা সময় ধরে নির্মাণ করেননি তিনি। দেখাননি নির্মাণের মুন্সিয়ানা। দফায় দফায় দীর্ঘদিন শুটিং বন্ধ থাকে। অনেকে ধরে নেন এটি আর মুক্তি পাবে না। ছবি সংশ্লিষ্টদের দাবি, এটি দেশের প্রথম পূর্ণাঙ্গ হরর সিনেমা। এডিটিংয়ে তাই বাড়তি সময় দেওয়া হয়।
কথার সত্যতা মিলেছে। অন্তত সদ্য মুক্তিপ্রাপ্ত ১ মিনিট ৫০ সেকেন্ডের ট্রেলার ইঙ্গিত করছে এটি পুরোপুরি ভৌতিক গল্প। ট্রেলারে টান টান উত্তেজনা রেখে দর্শকের আগ্রহ বাড়াতে প্রাথমিকভাবে সফল ডেঞ্জার জোন। ঈগল প্রিমিয়ার মুভি নামক ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় ট্রেলারটি।
ছবিটি নিয়ে নিজের অভিমত ব্যক্ত করেন নায়ক বাপ্পি চৌধুরী। ‘অনেক পরিশ্রম করেছি ডেঞ্জার জোনে অভিনয় করতে গিয়ে। এটি পূর্ণাঙ্গ একটি হরর সিনেমা। এটির জন্য কতটা কষ্ট করেছি পুরো ইউনিট, সেটি দর্শক হলে গেলেই বুঝতে পারবে।’
ডেঞ্জার জোনে বাপ্পির সাথে প্রথমবার জুটি বাঁধেন চিত্রনায়িকা জলি। ট্রেলার অবমুক্ত হলেও সিনেমা কবে নাগাদ আসবে, তা এখনও নিশ্চিত করে বলতে পারছে না ছবি সংশ্লিষ্টরা।