ডেনমার্কে বোরখা পরিধান নিষিদ্ধ

0
ডেনমার্কে বোরখা পরিধান নিষিদ্ধ

ডেনমার্কে বোরখা পরিধান নিষিদ্ধ করা হয়েছে গত বুধবার থেকে। এই নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে দেশটিতে প্রথমবারের মতো এক নারীকে নিকাব পরার দায়ে জরিমানা করা হয়েছে। দেশটির গণমাধ্যম এ কথা জানিয়েছে।

দেশটির সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, নিকাব পরিধান করায় ২৮ বছর বয়সী এক নারীকে জরিমানা করা হয়েছে। অপর এক নারী নিকাব পরিহিত নারীটির বোরখা খোলার জন্য ধস্তাধস্তি করে। এরপর বিষয়টি পুলিশকে অবহিত করা হয়।

পুলিশ জানিয়েছে, ওই ঘটনার পর তাদের ডাকা হয় এবং তারা ঘটনাটির সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে। অভিযুক্ত নারীটি তার নিকাব সরাতে অস্বীকৃতি জানালে তাকে জরিমানা করা হয়।

নতুন যে আইন ডেনমার্কে বোরখা ও নিকাব নিষিদ্ধকরণ করা হয়েছে তার বিরুদ্ধে দেশটির মানবাধিকার সংস্থাগুলো সমালোচনায় মুখর হয়ে উঠেছে। এ নিয়ে বিক্ষোভে নেমেছে মুসলিম সম্প্রদায়ভুক্ত জনতা।

সূত্র: বিবিসি