ডোনাল্ট ট্রাম্পকে উপহাস করে বই পাঠ করলেন হিলারি

0
হিলারি

আলোচিত দ্য গ্র্যামি অ্যাওয়ার্ডস’ এর এবারের আসর শেষ হলো গত রবিবার রাতে। প্রায় আড়াই ঘণ্টা সময় ধরে অনুষ্ঠিত অনুষ্ঠানটির সিংহভাগ সময় রাজনৈতিক আলোচনা মুক্ত হলেও পুরো আয়োজনের মোড় ঘুরে যায় হুট করেই। অনুষ্ঠান মঞ্চে আগত শিল্পীদের কয়েকটি সঙ্গীত পরিবেশনের পরেই স্ক্রিনে ভেসে ওঠেন হিলারি ক্লিন্টন।
হিলারি
ভিডিওতে হিলারিকে লেখক মাইকেল ওলফ এর ‘ফায়ার অ্যান্ড ফিউরি’পড়তে দেখা যায় ডোলান্ড ট্রাম্প কে উপহাস ও বিদ্রুপ করেই বইটি পড়ছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক এই ফাস্ট লেডি ।

গ্র্যামি অ্যাওয়ার্ডে উপস্থিত দর্শককে নিশ্চিত করতে অনুষ্ঠানের উপস্থাপক জেমস কর্ডেন বলেন, ‘কিছু মানুষ জানেন না, গ্র্যামি জেতার জন্য সঙ্গীতশিল্পী হবার প্রয়োজন নেই। এমনকি প্রতিবছর রেকর্ডিং একাডেমি বেস্ট স্পোকেন ওয়ার্ড অ্যালবাম এর জন্যও পুরস্কৃত হয়। বিশ্বের অনুপ্রেরণাদায়ী বক্তাদের বছরের পর বছর ধরে এই পুরস্কার দিয়ে আসা হচ্ছে।

দর্শকের উদ্দেশ্যে এই উপস্থাপক আরও বলেন, ‘আমরা সকলেই জানি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী (ডোনাল্ড ট্রাম্প) পুরস্কার পেতে ভীষণ ভালোবাসেন। তার জন্য সুসংবাদ হচ্ছে আগামী বছর তার এই পুরস্কারটি জেতার সম্ভবনা রয়েছে। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, কে বর্ণনাদাতা হবেন?’

যাই হোক, এই ঘটনা নিয়ে অনেকেই দারুণ অভিভূত হলেও কিছু মানুষ ব্যাপারটাকে সহজভাবে নিতে পারেননি। তেমনই একজন হলে যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডর নিক্কি হ্যালি

তিনি বলেন, ‘আমি সবসময়ই গ্র্যামি অনেক পছন্দ করি কিন্তু শিল্পীরা ‘ফায়ার এন্ড  ফিউরি’ বই পড়ে সেটা নষ্ট করে ফেলেছেন। সঙ্গীতকে আবর্জনার সঙ্গে মিশিয়ে নষ্ট করে ফেলবেন না।’ উল্লেখ্য, এ বইটি মাইকেল উলফ নামক এক মার্কিন লেখকের লেখা। বইটি প্রকাশের আগেই এটি নিয়ে তীব্র আলোচনার জন্ম হয়।

বিল ক্লিন্টন, বারাক ওবামা, হিলারি ক্লিনটন,জিমি কার্টার,অাল গোর সবার কাছেই রয়েছে গ্র্যামি অ্যাওয়ার্ড।