ডোনাল্ড ট্রাম্পের পুন:নির্বাচনী প্রচারভিযান খরচ হয়েছে ২২ মিলিয়ন ডলার

0
ডোনাল্ড ট্রাম্প

গত বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুন:নির্বাচনী প্রচারভিযান খরচ হয়েছে ২২ মিলিয়ন ডলার। ব্লুমবার্গ বলছে, এধরনের অর্থসংগ্রহে ২.২ মিলিয়ন ডলার সরাসরি দান থেকে ও সাড়ে ৩ মিলিয়ন ডলার আসে রিপাবলিকান ন্যাশনাল কমিটির সঙ্গে তহবিল সংগ্রহের চুক্তি মারফত। প্রচারভিযানে অর্থ সংগ্রহের লক্ষ্য ধরা হয়েছিল ৬.৯ মিলিয়ন ডলার।
ডোনাল্ড ট্রাম্প
এবিসি নিউজ বলছে এধরনের অর্থসংগ্রহে কোনো একক ব্যক্তি বড় ধরনের কোনো অর্থ দান করেননি। ২’শ ডলার কিংবা এর চেয়েও অনেক কম অর্থ ট্রাম্পের পুন:নির্বাচনী খরচের জন্যে বিভিন্ন ব্যক্তি দান করেছেন। এ প্রসঙ্গে ট্রাম্পের পুত্র বধু ও পুন:নির্বাচন প্রচারিভাযানের পরামর্শদাতা লারা ট্রাম্প বলেছেন, এর আগে কোনো মার্কিন প্রেসিডেন্টের প্রচারিভাযান কমিটি প্রথম বছরে এত অর্থ সংগ্রহ করতে পারেনি। কোনো প্রেসিডেন্টকেও এমন অব্যাহত সমর্থন ও কম পরিমাণ অর্থ দিয়েও সমষ্টিগতভাবে বিপুল সাহায্য করেনি।

সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা তার প্রথম বছর এধরনের প্রচারভিযানে সংগ্রহ করতে পেরেছিলেন ৮ মিলিয়ন ডলার।