আফগানিস্তানে তালেবানের বিরুদ্ধে যুদ্ধরত আফগান বাহিনীকে সহযোগিতায় কাজ করছে মার্কিন বিমান বাহিনী। পেন্টাগন জানায়,যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী আফগানিস্তানের তালেবানের অবস্থান লক্ষ্য করে কয়েক দফা বিমান হামলা চালিয়েছে।
জো বাইডেনের কথামতো আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা সরিয়ে নেয়ার কাজ প্রায় শেষের পথে। এর মধ্যেই নতুন করে তালেবানের বিরুদ্ধে এসব বিমান হামলা চালানো হলো যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে।
পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেন, ‘এএনডিএসএফ’কে (আফগান ন্যাশনাল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ফোর্সেস) সাহায্য করতে যুক্তরাষ্ট্র দেশটিতে বিমান হামলা চালিয়েছে। আফগানিস্তানের সেনাবাহিনীকে চলমান যুদ্ধে সহযোগিতা করতে এ রকম হামলা চলমান থাকবে।
প্রতিরক্ষা বাহিনীর এক কর্মকর্তা অ্যাসোসিয়েটেড প্রেস’কে বলেন, যুক্তরাষ্ট্রের বাহিনী বুধবার ও বৃহস্পতিবার আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীকে সহযোগিতার অংশ হিসেবে চার বারের বেশি বিমান হামলা চালিয়েছে।