তুরস্কের দক্ষিণাঞ্চলীয় আদানা প্রদেশে দাবানল নেভানোর কাজে অংশ নেয়া একটি অগ্নিনির্বাপক বিমান বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। বিমানটি রাশিয়া থেকে তুরস্কের দাবানল নেভানোর কাজে ব্যবহৃত হয়েছিল। দূর্ঘটনায় বিমানের আট আরোহীর সবাই নিহত হয়েছেন। তথ্যটি নিশ্চিত করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, মস্কো সময় শনিবার ৩টা ১০ মিনিটে আগুণ নেভানোর কাজে নিয়োজিত নৌবাহিনীর বিমান বি-২০০ সিএইচএস আদানা প্রদেশে বিধ্বস্ত হয়। বিধ্বস্তের সময় বিমানে থাকা রাশিয়ার পাঁচজন এবং তুরস্কের তিন নাগরিক ছিলেন৷ তারা সকলেই প্রাণ হারিয়েছেন। আগুন নেভানোর মিশন শেষ করে অবতরণের সময় বিমানটি বিধ্বস্ত হয় বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। বিমান দুর্ঘটনার কারণ তদন্তে রাশিয়ার কর্মকর্তারা কাজ শুরু করেছেন।
তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে উল্লেখ্য করেছে, আঙ্কারা রাশিয়ার উভচর শ্রেণীর বিমানটি মস্কোর কাছ থেকে ভাড়া করেছিল। বিমানটিকে গত ৮ জুলাই তুরস্কে পাঠানো হয়েছিল। এধরণের উভচর বিমান একসঙ্গে ১২ টন পর্যন্ত পানি বহন করতে পারে।