ত্রিদেশীয় সিরিজের ট্রফিটা জিততেই চান তামিম

0
ত্রিদেশীয় সিরিজের ট্রফিটা জিততেই চান তামিম

আসন্ন ত্রিদেশীয় সিরিজের ট্রফিটা জিততেই চান দেশসেরা ওপেনার তামিম ইকবাল। এর আগে এশিয়া কাপের ফাইনালে দুই রানের আক্ষেপ কিংবা চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল খেলাতেই সীমাবদ্ধ আছে টাইগারদের অর্জন। এবার সেই অর্জনের সীমানা আরও বাড়াতে চান তামিম।

ত্রিদেশীয় সিরিজের ট্রফিটা জিততেই চান তামিম

বছরের শুরুতে আগামী ১৫ জানুয়ারি থেকে দেশের মাটিতে মাঠে গড়াচ্ছে ত্রিদেশীয় সিরিজ। মিরপুরে অনুশীলনের ফাঁকে সাংবাদিকদের তামিম বললেন জানুয়ারিতে অনুষ্ঠিতব্য এই সিরিজে বাংলাদেশই ফেবারিট। এই শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে নিয়ে শেষ ত্রিদেশীয় সিরিজের ফাইনালে খেলেছিল বাংলাদেশ। সেই ম্যাচে হৃদয় ভাঙা হারের কথা এখনও ভোলেননি তামিম। কিন্তু সেই দুই দলই এখন নখদন্তহীন। তাই নিজেদের ফেবারিট ভাবতে দ্বিধা নেই তার।

তামিম বললেন, ‘আমার মনে হয়, খুবই আকর্ষণীয় একটা সিরিজ হবে।

অন্য দুটি দলও ভালো। শ্রীলঙ্কা ভালো দল। এ ছাড়া জিম্বাবুয়েও তাদের দিনে ভয়ঙ্কর হতে পারে। বাংলাদেশে খেলা, আমাদের হোমগ্রাউন্ড। গত দুই তিন বছরে আমরা যে রকম ক্রিকেট খেলে এসেছি, বিশেষ করে দেশের মাটিতে, আমাদেরই ফেভারিট হওয়া উচিত। ‘

ঢাকায় ২০০৯ সালে ফাইনালে লঙ্কানদের কাছে ২ উইকেটে হেরেছিল বাংলাদেশ। নতুন বছরে শিরোপা দেশে রেখে দিতে আত্মবিশ্বাসী তামিম, ‘অবশ্যই জয়ের আশা করছি। আমরা অবশ্য খুব বেশি ত্রিদেশীয় সিরিজ খেলিনি। একবার ফাইনাল খেলেছিলাম। এটা একটা দারুণ সুযোগ। যে দুই প্রতিপক্ষের সঙ্গে খেলা হবে, তাদেরকে আমরা ভালোভাবে চিনি। ওদের শক্তি ও দুর্বলতা সম্পর্কে জানি। ওরাও অবশ্য আমাদের সম্পর্কে জানে। আশা করি এই কদিনে আমরা ভালো প্রস্তুতি নিতে পারব। ‘

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে