থমকে গেল সাত বছর ধরে চলতে থাকা কল্পনা চাওলার বায়োপিক নির্মাণের কাজ

0
কল্পনা চাওলার বায়োপিক

সাত বছর ধরে চলতে থাকা প্রথম ভারতীয় মহিলা মহাকাশচারীর জীবন নিয়ে তৈরি চলচ্চিত্রের কাজ থমকে গেল। বলিউডে এই চলচ্চিত্র দিয়েই প্রত্যাবর্তনের কথা ছিল প্রিয়াঙ্কা চোপড়ার। হলিউডে ‘কোয়ান্টিকো’ নিয়ে ব্যস্ত থাকার কারণে বলিউডে ‘বাজিরাও মস্তানি’র পর সেভাবে দেখা যায়নি প্রিয়াঙ্কা চোপড়াকে । তাই কল্পনা চাওলার বায়োপিক দিয়েই বলিউডে ফিরতে চেয়েছিলেন প্রিয়াঙ্কা।কল্পনার স্বামীর আপত্তির কারণেই থমকে গেল চলচ্চিত্রটির কাজ।

ডিএনএ সূত্রে খবর, কল্পনা চাওলার স্বামী জ্যঁ পিয়ের হ্যারিসন, স্ত্রীকে নিয়ে তৈরি এই বায়োপিক নির্মাণে মত দেননি।তিনি তার আপত্তির কথা জানিয়েছেন সিনেমাটির প্রযোজনা সংস্থা পার্পল পেবলস পিকচার্সকে। ফলে সাত বছর ধরে একটু একটু করে চলতে থাকা চলচ্চিত্র নির্মাণের কাজ হঠাৎ করেই থমকে গেল।

হ্যারিসন একটি গ্রন্থ রচনা করেছেন মৃত স্ত্রীর জীবন অবলম্বনে, ‘দি এজ অফ টাইম: দি অথরিটেটিভ বায়োগ্রাফি অফ কল্পনা চাওলা।’ কল্পনা চাওলাকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে হলে কল্পনার বাবা বিএল চাওলার পাশাপাশি তার স্বামী হ্যারিসনের অনুমতি নেওয়াটাও জরুরি।

সূত্রের খবর অনুযায়ী, কল্পনা চাওলার মৃত্যুর পরে তার সমস্ত বিষয়ের একমাত্র মালিক তার স্বামী হ্যারিসন। সেইকারণে কল্পনাকে নিয়ে ছবি তৈরি হলে হ্যারিসন ছাড়া অন্য কারও অনুমতি গ্রাহ্য হবে না। জ্যঁ পিয়ের হ্যারিসনের সম্মতি আদায়ের জন্য সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান পার্পল পেবলস পিকচার্সে নতুন করে উদ্যোগ নিয়েছে।

২০০৩-এ মহাকাশ থেকে পৃথিবীতে প্রত্যাবর্তনের সময় বায়ুমণ্ডলে ছাই হয়ে যায় মহাকাশ যান কলম্বিয়া। এই মহাকাশ যানেই অন্যান্য নভচারীদের সঙ্গে ছিলেন ভারতের প্রথম মহিলা মহাকাশচারী কল্পনা চাওলা।