দক্ষিণ এশীয় আর্চারিতে সকালে আটটি ইভেন্ট হয়েছে। এর মধ্যে ব্যক্তিগত এবং দলীয় ইভেন্ট মিলিয়ে পাঁচটিতে স্বর্ণ পদক জিতেছে বাংলাদেশ। এমনকি স্বর্ণ পদক জয়ের লড়াইয়ে নিজেদের আর্চারদের সঙ্গে প্রতিযোগিতা করেছে বাংলাদেশে।
রিকার্ভ পুরুষ ইভেন্টে বাংলাদেশের হয়ে স্বর্ণ জিতেছেন ইব্রাহিম শেখ রেজওয়ান। তাঁর পদকের লড়াইটা হয়েছে বাংলাদেশের প্রতিযোগী রোমান সানার সঙ্গে। আবার নারীদের কম্পাউন্ড ইভেন্টের স্বর্ণ জয়ী রোকসানা। কিন্তু তার প্রতিযোগিতা হয়েছে স্বদেশি সুস্মিতা বণিকের সঙ্গে।
মেয়েদের রিকার্ভ ইভেন্টে নাসরিন আকতার ভারতের প্রতিযোগিার কাছে হেরে গেছেন। আবার রিকার্ভ মিশ্রে ভারতের প্রতিযোগীদের হারিয়েই নাসরিন আকতার ও রোমানা নিশ্চিত করেছেন স্বর্ণ।
দলগত মিশ্র কম্পাউন্ডেও ভারতকে হারিয়ে স্বর্ণ জিতেছেন বাংলাদেশের অসীম কুমার ও বন্যা আকতার। এছাড়া পুরুষদের দলগত কম্পাউন্ড ইভেন্টেও স্বর্ণ জিতেছে বাংলাদেশে।