দক্ষিণ কোরিয়ায় হাসপাতালে অগ্নিকাণ্ডে ৩৩ জনের প্রাণহানি

0
হাসপাতাল

দক্ষিণ কোরিয়ার একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে ৩৩ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। রয়টার্স জানিয়েছে, দুর্ঘটনাকবলিত সেজং নামে হাসপাতালটি দক্ষিণ কোরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলের মিরাং অঞ্চলে অবস্থিত। এটি রাজধানী সিউল থেকে ২৭০ কিলোমিটার দূরে অবস্থিত।
হাসপাতাল
অগ্নিকাণ্ডের সময় হাসপাতাল ভবনের ভেতরে দুই শতাধিক রোগী চিকিৎসাধীন ছিলেন। অগ্নিকাণ্ডের ঘটনায় আহত হওয়া ৪০ জনের জনের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রধান চোই ম্যান-য়ু স্থানীয় বার্তা সংস্থা ইউনহাপ নিউজ এজেন্সিকে বলেন, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। যাদের উদ্ধার করা হয়েছে, তাদের অন্য হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের জরুরি বিভাগ থেকে অগ্নিকাণ্ডের সূচনা হলেও এখনো তার কারণ জানা যায়নি। দুর্ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, প্রচণ্ড ধোঁয়ার কুণ্ডলী উড়ছে। তার মধ্যেই কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইন এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে নিহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তেরও নির্দেশ দিয়েছেন। গত বছর জেচেন শহরের একটি সরকারি শরীরচর্চা কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় ২৯ জন নিহত হয়েছিলেন।